ইমাম খাইর, সিবিএন:
নারীর সৃজনশীলতা, উদ্যোক্তা বিকাশ ও বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পর্যটনকে একত্রে উদযাপনের লক্ষ্যে পর্যটন শহরে অনুষ্ঠিত হলো “মেহেদী ফেস্ট ২০২৫।”
শনিবার (১৮ অক্টোবর) সকালে তারকা হোটেল সি প্যালেসে মেহেদী ফেস্টে মোট ১৪টি নারী উদ্যোক্তা স্টল বসানো হয়, যেখানে অংশগ্রহণকারীরা লাইভ মেহেদী ডিজাইন, হেনা-ভিত্তিক পণ্য ও হস্তশিল্প প্রদর্শন করেন।
পর্যটকদের জন্য লাইভ মেহেদী ডিজাইন সেশন, ঐতিহ্যবাহী সঙ্গীত, সংস্কৃতিক পরিবেশনা এবং ফটো কর্নার দৃষ্টি আকর্ষণ করেছে সবার।
স্থানীয় উদ্যোক্তা, হোটেল ব্যবস্থাপনা ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে নেটওয়ার্কিং ও সহযোগিতা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করতে এই মেলা আয়োজন করা হয়েছে।
আইএলও-আইএসইসি প্রজেক্ট পার্টনারশিপ ইনেসিয়েটিভ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর কারিগরি সহায়তায় মেহেদী ফেস্টে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী।
তিনি বলেন, “মেহেদী বাংলাদেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। কক্সবাজার যেহেতু দেশের অন্যতম পর্যটন অঞ্চল, তাই এই উৎসবটি পর্যটকদের জন্য এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করবে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের জন্য এটি হবে আত্মনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ।”
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিসেস জাহানারা ইসলাম।
তিনি বলেন, “এমন উদ্যোগ নারীর শৈল্পিক মনন বিকাশ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কক্সবাজারের সাংস্কৃতিক পর্যটনকেও সমৃদ্ধ করবে।”
এই আয়োজন নারী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস মন্তব্য করেন তিনি। এজন্য আয়োজকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
“মেহেদী ফেস্ট ২০২৫” শুধুমাত্র একটি আয়োজন নয়, এটি ছিল সংস্কৃতি ও পর্যটনের মিলনমেলা। এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী মেহেদি শিল্পকে নতুনভাবে পর্যটন খাতের সঙ্গে যুক্ত করা হয়েছে, যা কক্সবাজারকে শুধু প্রাকৃতিক নয়, সাংস্কৃতিক পর্যটনের গন্তব্য হিসেবেও প্রতিষ্ঠিত করেছে।
এই উদ্যোগ নারীর সৃজনশীলতা, স্থানীয় হস্তশিল্প ও ঐতিহ্যকে কেন্দ্র করে পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
মেহেদী ফেস্ট সম্পর্কে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের টিম লিডার মো. ইব্রাহিম খলিল ভূঁইয়া বলেন, “এই মেহেদি ফেস্টের মাধ্যমে স্থানীয় নারী উদ্যোক্তারা শুধু তাদের সৃজনশীলতাই প্রদর্শন করেননি, বরং নিজেদের সক্ষমতাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন। এটি কক্সবাজারে সাংস্কৃতিক পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করেছ এবং ভবিষ্যতে নিজেরা উদ্যোগী হয়ে অন্যান্য হোটেল ম্যানেজমেন্টের সাথে ফেস্টিভ্যাল এর আয়োজন করার মাধ্যমে নিজেদের ব্যবসাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবেন।
মেহেদী ফেস্ট ২০২৫ কক্সবাজারের নারী উদ্যোক্তাদের জন্য এক অনন্য সুযোগ এবং সাংস্কৃতিক ঐতিহ্য, নারীর ক্ষমতায়ন ও টেকসই পর্যটন বিকাশের এক উজ্জ্বল উদাহরণ।
এই আয়োজন নারীর বাজার সম্প্রসারণে সহায়তা করেছে এবং কক্সবাজারকে সংস্কৃতি ও পর্যটনের এক অনন্য মিলনস্থলে পরিণত করেছে।
