সংবাদ বিজ্ঞপ্তি:
গত ১০ অক্টোবর অনুষ্ঠিত কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সভায় সৃষ্ট অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।
সেই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার এবং কোন ধরণের ভুল বোঝাবুঝির অবতারণা না করার অনুরোধ জানিয়েছেন।
১৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সদস্যবৃন্দ এই বিবৃতি দিয়েছেন।
ফেডারেশন এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব মোস্তাক আহমদ, আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, আলহাজ্ব শওকত ওসমান পেয়ারু, আলহাজ্ব ফিরোজ আহমদ ওসমানী, মাওলানা ওমর ফারুক, জেবর মুল্লুক ও বাবু নারায়ণ দাশ।
পৌরসভা মার্কেটস্থ ফেডারেশন এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জানানো হয়, সৃষ্ট ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপারে ইতোমধ্যে কার্যকরী পরিষদের কতিপয় সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এই প্রসঙ্গে পর্যায়ক্রমে আরও কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কার্যকরী পরিষদকে পরামর্শ প্রদান করেছেন উপদেষ্টা পরিষদ।
উল্লেখ্য, ফেডারেশনের সাধারণ সভার পরের দিনই উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভাতেও ঘটনার পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং পর্যালোচনা হয়।
