ছবি: রামুর নতুন এসি ল্যান্ড স্বরূপ মুহুরী
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামুতে স্বরূপ মুহুরী (১৮৯৯৭), পেকুয়াতে এ.এস.এম নুরুল আখতার নিলয় (১৯৩৯৭) এবং কুতুবদিয়ায় মোঃ সাকিব উল আলম (১৯৩৯০) কে নতুন সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড) পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এস.এম অনীক চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজার জেলার তিনটি উপজেলায় পদায়ন হওয়া তিন জন এসি ল্যান্ড সহ ১৯ জন একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় এসি ল্যান্ড পদে নিয়োগ দেওয়া হয়।

রামু’র নতুন এসি ল্যান্ড পদে নিয়োগ পাওয়া স্বরূপ মুহুরী বর্তমানে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার এসি ল্যান্ড পদে কর্মরত রয়েছেন। তাঁর নিজের ও শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলায়। অপরদিকে, গত ৯ অক্টোবর রামু’র বর্তমান এসি ল্যান্ড মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল (১৮৮৭৫)কে ঢাকার পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে বদলী করা হয়েছে।

পেকুয়ার নতুন এসি ল্যান্ড পদে নিয়োগ পাওয়া এ.এস.এম নুরুল আখতার নিলয় এবং কুতুবদিয়ার নতুন এসি ল্যান্ড পদে নিয়োগ পাওয়া মোঃ সাকিব উল আলম এর আগে পটুয়াখালী জেলা প্রশাসনে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেছেন। পটুয়াখালী জেলা প্রশাসনে থাকাবস্থায় এসি ল্যান্ড পদে তাঁদেরকে নিয়োগ দেওয়ার জন্য ২ জনের চাকুরী ভূমি মন্ত্রনালয়ে ন্যাস্ত করা হয়। পেকুয়ার নতুন এসি ল্যান্ড পদে নিয়োগ পাওয়া এ.এস.এম নুরুল আখতার নিলয় এর নিজের বাড়ি চট্টগ্রাম জেলায় এবং কুতুবদিয়ার নতুন এসি ল্যান্ড পদে নিয়োগ পাওয়া মোঃ সাকিব উল আলমের বাড়ি কুমিল্লা জেলায় ও শ্বশুর বাড়ি সুনামগঞ্জ জেলায়।