প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৫২তম বার্ষিক সভা আগামী ২ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে প্রাক্তন ছাত্র পরিষদ আজিজুল উলুমের কার্যনির্বাহী কমিটির জরুরি পরামর্শ সভা সোমবার (১৩ অক্টোবর) বিকেলে মাদ্রাসা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন মাদ্রাসার মুহতামিম ও পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ। সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ।
এছাড়া আলোচনায় অংশ নেন মাওলানা মুফতি দেলাওয়ার হোছাইন, হাফেজ জাহেদ কলিম, মাওলানা কারী আবু নাছের, হাফেজ শওকত আলী, মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আছেমসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করে দাওয়াতে দ্বীনের বিকাশে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি বার্ষিক সভা ও প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ সফল করতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত “প্রাক্তন ছাত্র পরিষদ আজিজুল উলুম মাদ্রাসা” বর্তমানে একটি সক্রিয় ও সুসংগঠিত অ্যালামনাই সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে।
