মোঃ ফারুক, স্টাফ রিপোর্টার, পেকুয়া;

কক্সবাজারের পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে তিন দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার (১৩ অক্টোবর) সকালে পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় এবং কমান্ডার সাবমেরিনের তত্ত্বাবধানে আয়োজিত এ ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্প আগামী ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে।

ক্যাম্পে নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন ও চিকিৎসক দল স্থানীয় দুস্থ ও সাধারণ জনগণকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করছেন। পাশাপাশি দাঁতের রোগ নির্ণয়, মুখগহ্বরের সঠিক যত্ন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

এছাড়া নৌবাহিনীর একটি মেডিকেল টিম সাধারণ ও জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করছে। স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক মানুষ এ ক্যাম্পে চিকিৎসা নিতে আসছেন।

নৌবাহিনীর আন্তরিকতা ও পেশাদার চিকিৎসা সেবায় সেবা গ্রহীতারা সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন।

উপস্থিত স্থানীয়রা বলেন, “নৌবাহিনীর এমন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।”

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের জনগণের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।