এম. মনছুর আলম, চকরিয়া:
স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি। এর অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ায়ও আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে চকরিয়া গ্রামার স্কুলে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাইফুল আলম ও চকরিয়া পৌরসভা টিকাদান সুপারভাইজার মো. নাজেম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
