আব্দুস সালাম,টেকনাফ :
টেকনাফ থানাধীন চাঞ্চল্যকর এমদাদ হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমানকে কক্সবাজার সদর থানাধীন সমিতি পাড়া বাজার এলাকা থেকে র‌্যাব-১৫ এর সদর কোম্পানি এবং সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়ার কামাল হোসেনের ছেলে আব্দুর রহমান।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,গত ১৮ সেপ্টেম্বর দিবাগগ রাতে এমদাদ হোসেনের প্রতিবেশী নুরুল আলম পুতুইয়ার বাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠান চলতেছিল। উক্ত অনুষ্ঠান থেকে ভিকটিম এমদাদ হোসেনের ছেলে সোহাগ (১৪) বাড়ীতে সময়মত ফিরে না আসায় এমদাদ হোসেন ছেলের সন্ধানে উক্ত বিয়ের অনুষ্ঠানে যায়। ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বোন জামাই রুবেলসহ নিজ বাড়ীতে ফেরার পথে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ায় ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুর রহমানসহ আরো ৩/৪ জন পূর্ব শত্রুতার জেরে ভিকটিম এমদাদ হোসেন ও তার বোন জামাইয়ের উপর অতর্কিতভাবে আক্রমন করে এমদাদ হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে ভিকটিম এমদাদ হোসেনকে গুরুতর রক্তাত্ত জখম অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। এর পরপরই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন মিডিয়ায় গুরুত্বসহকারে প্রকাশিত হয়। এই ঘটনায় র‌্যাব আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ৮অক্টোবর বিকেলে র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ সদর কোম্পানি ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজারের সদর থানাধীন সমিতি পাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতাএবং এজাহার নামীয় ১ নং আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য থানায় সোর্পদ করা হয়েছে।