সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদরের চৌফলদন্ডী নতুন মহাল ০৮ নং ওয়ার্ডে আলোচিত আমজাদ হত্যার সঠিক তদন্ত ও প্রকৃত আসামিদের গ্রেপ্তারপূর্বক সকল অপরাধীকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ড. শাহজাহান।
তিনি জানান, আমজাদ হত্যাকান্ডটি খুবই মর্মান্তিক ও নিন্দনীয়। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার।
ঘটনায় জড়িতদের অধিকাংশ ড. শাহাজাহানের গোষ্ঠীর। তাই অনেকেই শাহজাহানকে দোষারোপ করছেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনা হচ্ছে।
এ বিষয়ে ড. শাহজাহান বলেন, তারা অসৎ ও উশৃংখল প্রকৃতির। ভাল পরামর্শ পাত্তা দেয় না। গোষ্ঠীর মুরব্বিদের মান্য করে না। কিছুদিন আগেও তাদের আপোষের জন্য পরামর্শ দিলে আমার সাথে ভাল ব্যবহার করেনি।
ড. শাহজাহান বলেন, অসামাজিক ও আইনশৃঙ্খলা বিরোধী এসব লোকের সঙ্গে আমাদের গোষ্ঠীর ভালো কারো সম্পর্ক নাই। তাদের সমাজ বিরোধী কর্মকাণ্ডের কারণে আমরা অতিষ্ঠ। শাসন এবং প্রতিবাদের পরেও সংশোধন না হওয়ায় তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছি অনেক আগেই। বিগত কয়েক বছর ধরে তাদেরকে বাদ দিয়ে আমি একাই কুরবানী করতেছি।
গোষ্ঠীর কিছু দুষ্ট লোকের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। অভিযোগের পর অভিযোগে বিরক্ত আমরা। এসব কারণে বিগত রমজানের ঈদের পর আর এলাকায়ও যাইনি। এমনকি গোষ্ঠীর লোকজনের সাথে ফোনে যোগাযোগও বন্ধ করে দিয়েছি।
এরপরও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামিদের তালিকায় আমার নাম দেখে বিস্মিত হলাম। ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা কোনভাবে ছিলনা। কেউ প্রমাণ করতে পারবে না। আশা করছি দেশের চৌকস প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে সঠিক রহস্য বের করবেন। নিরীহ কাউকে হয়রানি করবে না।
ড. শাহজাহান বলেন, এলাকার লোকজন থেকে খবর নিয়ে জানলাম বর্তমান মেম্বার আমার ছোট ভাই এহেছানকে গোষ্ঠীর কেউ পাত্তা দিত না। বিশেষ করে ছৈয়দ নুর ও আরও কয়েক জন মিলে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিল। তারা এলাকায় বিচার শালিস জমি দখল বানিজ্য ও এলাকায় ত্রাস সৃষ্টি করে।তাদের কারণে মেম্বার অসহায়। গোষ্ঠীর পরিচয়ধারী অপরাধীদের দমনে সম্পূর্ণ ব্যর্থ হয় মেম্বার এহেছান।
দুষ্ট লোকের আচরণে বিচলিত না হয়ে আইনের শাসন প্রতিষ্টিত করতে এলাকাবাসীর প্রতি জোর আহবান জানান ড. শাহজাহান। সেই সঙ্গে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
শহীদ আমজাদের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ড. শাহজাহান।
