এম. মনছুর আলম, চকরিয়া:
চকরিয়ায় উপজেলা বিএনপির সম্মেলনের ব্যানার টানানোর সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে রাজু (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষ্যারচর জিদ্দা বাজারস্থ রয়েল ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত রাজু কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের ফজল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২৩ আগস্ট (শনিবার) চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে নেতাকর্মীরা ব্যানার, পোস্টার ও ফেস্টুন টানাচ্ছেন।
রাজু ওই দিন বিকেলে রয়েল ক্লাবের সামনে ব্যানার টানানোর সময় অসাবধানতাবশত ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। এতে সে নিচে একটি দোকানের টিনের চালায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মো. কুতুব উদ্দিন বলেন, “ফেস্টুন লাগানোর সময় অসাবধানতাবশত ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা খবর পেয়েই দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে চমেকে পাঠিয়ে দিয়েছি। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।”
