সংবাদদাতা:
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রভাবশালী নেতা তারেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ।
আটক ছাত্রলীগ নেতা ঐ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। তিনি কচ্ছপিয়ার হাজী পাড়া এলাকার নসরুল্লাহর পুত্র।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গর্জনিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি শাহাজান মনির জানান, আটক তারেকুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কচ্ছপিয়া ইউনিয়ন শাখার সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সক্রিয় রাখার চেষ্টা করছিলেন এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।