সংবাদ বিজ্ঞপ্তি:

“মানবতার সেবাই আমাদের লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অভিযাত্রিক পরিবার উখিয়ায় খাবার বিতরণ কর্মসূচি আয়োজন করেছে।

শনিবার বেলা ১টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে সংগঠনের সদস্যরা উখিয়া সদর, কোর্টবাজার, মরিচ্যা, চেকপোস্ট ও কুতুপালং এলাকায় অসহায় মানুষ, পথচারী ও রিকশাচালকদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।

খাবার পেয়ে অসহায় মানুষের চোখেমুখে আনন্দের ঝলক ফুটে ওঠে। দুপুরের তপ্ত রোদে হঠাৎ খাবারের প্যাকেট হাতে পেয়ে অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে রিকশাচালক ও দিনমজুররা জানান, দৈনিক কষ্টার্জিত আয়ে পরিবার চালাতে হয় বলে বিনামূল্যে এভাবে খাবার পাওয়া তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য জিসেন বড়ুয়া, দিপু বড়ুয়া, ওমর ফারুক, রুবেল বড়ুয়া রাজ, শান্ত বড়ুয়া বিপ্লব, মিশু বড়ুয়া, হিমু বড়ুয়া রনি, সৌরভ বড়ুয়া ও রিদুয়ান কবির নয়নসহ আরও অনেকে। তারা দায়িত্ব ভাগ করে নিয়ে পথচারী, অসহায় নারী-পুরুষ ও রিকশাচালকদের মাঝে খাবার বিতরণ করেন।

‘তারুণ্যের অভিযাত্রিক পরিবার’ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক কার্যক্রম, পরিবেশ রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে নিয়মিত ভূমিকা রেখে আসছে। খাবার বিতরণ কর্মসূচি তারই ধারাবাহিক অংশ।

শনিবারের আয়োজন ঘিরে সদস্যদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ-উদ্দীপনা। সকালের পর থেকেই তারা খাবারের প্যাকেট প্রস্তুত করে নির্দিষ্ট সময়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের মুখে হাসি ফোটানোই তাদের সবচেয়ে বড় সাফল্য।

খাবার বিতরণের সময় কয়েকজন সদস্য বলেন, “মানবতার সেবায় ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করে। সমাজের প্রতিটি ক্ষুধার্ত মানুষ অন্তত একটি সময় হলেও তৃপ্তির সাথে খেতে পারুক, সেটাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে থাকব।”