সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের পেকুয়া উপজেলায় খালে গোসল করতে নেমে মো. পারভেজ উদ্দিন (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের আলিগ্যাকাটা গ্রামে সীমান্ত ব্রিজ সংলগ্ন নুনিয়ার ছরা খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ একই এলাকার অটোচালক জাকের হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলার পর পারভেজসহ কয়েকজন স্থানীয় কিশোর নুনিয়ার ছরা খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পারভেজ পানির নিচে আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়ে।
সঙ্গে থাকা বন্ধুরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর তাকে অচেতন অবস্থায় পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও প্রতিবেশীদের মাঝে নেমে আসে বিষাদের ছায়া। পরিবারের সদস্যরাও এই অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না।
স্থানীয়রা জানান, নুনিয়ার ছরা খালটি বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের খেলার ও গোসলের জায়গা হলেও সেখানে নিরাপত্তার তেমন ব্যবস্থা নেই।
