সিবিএন ডেস্ক ;
কক্সবাজারে ঈদুল আযহা উপলক্ষে গরু কিনে ফেরার পথে সংঘবদ্ধ ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত কিশোর পারভেজ হত্যাকাণ্ডের মামলায় এজাহারনামীয় আসামি ইমরান হোসেন (২১)–কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, মঙ্গলবার (১৮ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের গাছুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ইমরান একই এলাকার মো. আবু বক্করের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ৩ জুন রাত ১টার দিকে কক্সবাজারের রামু উপজেলার ফরেস্ট অফিস এলাকায় ডাকাত জাহিদসহ তার দলের সদস্যরা ঈদের কোরবানির গরু নিয়ে বাড়ি ফেরার পথে সালাউদ্দিন পারভেজ (১৭) ও আহমদ হোসেন (৫৫) এর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ছুরিকাঘাতে পারভেজ নিহত ও আহমদ হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় নিহত পারভেজের পিতা বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ছায়া তদন্তের মাধ্যমে তারা নিশ্চিত হয় যে, ইমরান এই ডাকাত দলের সক্রিয় সদস্য এবং সে হামলার সময়现场ে উপস্থিত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান স্বীকার করে যে, সে ডাকাত জাহিদের নির্দেশে পারভেজ ও তার সঙ্গীদের ওপর হামলায় অংশ নেয় এবং ঘটনাস্থল থেকে গরু ছিনিয়ে নেয়।
গ্রেফতারকৃত ইমরান হোসেনকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, ঈদের আগে ও পরে গরু পাচার, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে তারা তৎপর রয়েছে এবং এই চাঞ্চল্যকর মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
