সিবিএন ডেস্ক
বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ এমন নির্বাচনে জাতিসংঘ যেন সহযোগিতা না করে— এ আহ্বান জানিয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, “জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনও কাজ হবে না।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
এর আগে, গত শনিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো এক চিঠিতে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ উল্লেখ করে নির্বাচনি সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানায় আওয়ামী লীগ।
দলের পক্ষে চিঠিটি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আরও পড়ুন
পাঁচ দফা মেনে নিন, না হলে ঢাকার চিত্র ভিন্ন হবে: মিয়া গোলাম পরওয়ার
ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধভাবে কাজল ভাইয়ের বিজয় নিশ্চিত করব: আবুল বশর কোম্পানি
চিঠিতে বলা হয়, “অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপিকে নির্বাচনি সহযোগিতা স্থগিত রাখতে হবে। পাশাপাশি, জাতীয় সংলাপ ও রাজনৈতিক সমঝোতা উৎসাহিত করার পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, “বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনি সহযোগিতা, ব্যালট প্রজেক্ট ও আসন্ন নির্বাচনের প্রাতিষ্ঠানিক সহায়তা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের নীতিমালা এবং অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারে ইউএনডিপির ম্যান্ডেটের পরিপন্থী হতে পারে।”
প্রসঙ্গত, নির্বাচনকে ঘিরে জাতিসংঘ ও ইউএনডিপির ভূমিকা নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান ক্রমেই স্পষ্ট হচ্ছে।
