সিবিএন ডেস্ক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কক্সবাজার শহর বিএনপির ১নং ওয়ার্ড (পূর্ব শাখা) সভাপতি আবুল বশর কোম্পানি।
আরও পড়ুন
বুধবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “কক্সবাজার-৩ আসনের প্রিয় নেতা কাজল ভাইকে পুনরায় প্রার্থী করায় আমরা অত্যন্ত আনন্দিত। এবারের লক্ষ্য একটাই— ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজল ভাইয়ের বিজয় নিশ্চিত করা।”
আরও পড়ুন
জেলার লিগ্যাল এইড কার্যক্রমকে সবার দ্বোর গোড়ায় পৌঁছে দেওয়া হবে : জেলা জজ
তিনি আরও বলেন, “দলীয় নেতাকর্মীরা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। আমরা সবাই ধানের শীষের পক্ষে একযোগে কাজ করব। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কক্সবাজারবাসী আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।”
