সিবিএন ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমাদের দাবি মেনে নিন, নইলে ১১ নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মৎস্য ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। এদিন পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে রওনা দেন জামায়াতসহ আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে মৎস্য ভবনের সামনে পুলিশ তাদের আটকে দিলে সেখানেই অবস্থান নেন তারা।
পরে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আগামী ১১ তারিখ রাজধানীতে এই আটটি রাজনৈতিক দলের উদ্যোগে মহাসমাবেশ হবে। আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাই— সেই গণজমায়েতের আগে জনগণের এই পাঁচ দফা দাবি মেনে নিন।”
আরও পড়ুন
ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধভাবে কাজল ভাইয়ের বিজয় নিশ্চিত করব: আবুল বশর কোম্পানি
তিনি আরও জানান, “প্রত্যেক রাজনৈতিক দলকে লিয়াজোঁ কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে। এই কমিটিই ১১ তারিখের সমাবেশ সফল করার নির্দেশনা দেবে।”
এর আগে পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঘোষণা দেন, “দাবি না মানলে ১১ নভেম্বর ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি পালন করা হবে। ওইদিন ঢাকাই হবে জনতার নগরী।”
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই মতিঝিল, পল্টন ও শাপলা চত্বরে জামায়াত ও অন্যান্য দলের নেতাকর্মীরা জড়ো হন। পরে তারা যমুনায় স্মারকলিপি জমা দিতে পদযাত্রা শুরু করেন।
জামায়াত ছাড়া অংশ নেয়া অন্য দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন।
- আগামী জাতীয় নির্বাচনে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।
- অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
- ‘ফ্যাসিস্ট সরকারের’ সব জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
- ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
প্রসঙ্গত, এই কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিল।
