সিবিএন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এক বছরের মধ্যে দেশকে ঘুরে দাঁড় করানো সম্ভব হবে।

শনিবার রমনা থানার আলেমেদ্বীন, মসজিদের খতিব ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ দমনের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করবে।

ড. হেলাল উদ্দিন আরও বলেন, জামায়াতে ইসলামী বৈষম্যহীন, সুখী ও মানবিক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি স্থানীয় আলেম সমাজের সহযোগিতা চেয়ে বলেন, ঢাকা-৮ সংসদীয় এলাকা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি জুলাই সনদকে নতুন বাংলাদেশের নির্মাণ ও মানুষের মুক্তির সনদ হিসেবে উল্লেখ করে বলেন, এ সনদের আইনি বিকল্প নেই। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে ভোটের যথাযথ হিসাব রাখা সম্ভব হবে, যা জনগণের সরকার গঠনে সহায়ক হবে।

ড. হেলাল উদ্দিন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে।’ তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান না হলে আবারও ফ্যাসিবাদী উত্থান ঘটবে।

জামায়াতে ইসলামীর উত্থাপিত ৫ দফা দাবি বাস্তবায়ন হলে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা পাবে, এবং অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতিঝিল মিসবাহুল উমুল কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মহিউদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, সহকারী প্রচার সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুস সাত্তার সুমন। অন্যান্য অংশগ্রহণকারীর মধ্যে ছিলেন স্থানীয় মসজিদের ইমামরা।