সিবিএন ডেস্ক ;
টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এ অবস্থায় কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া সৈকতে বুধবার (১৮ জুন) বিকেলে জোয়ারের পানিতে ভেসে আসে মাঝিহীন একটি বড় ফিশিং ট্রলার। ট্রলারটিতে কোনো মাঝি বা আরোহী পাওয়া যায়নি।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার শাহা জানান, বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি উপকূলে ভেসে এসেছে। বর্তমানে ঘটনাটি কোস্ট গার্ড পর্যবেক্ষণ করছে।
স্থানীয়রা ধারণা করছেন, সাগরের ভয়াবহ উত্তাল অবস্থায় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে এখানে এসে পৌঁছেছে। তবে ট্রলার ভেসে আসার পর স্থানীয় কিছু লোকজন তা থেকে মালামাল ও কাঠ লুট করে নিয়ে যায়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সমুদ্র এখনো অস্বাভাবিক রূপে উত্তাল, ঢেউয়ের উচ্চতা চার থেকে পাঁচ ফুট বেড়ে উপকূলে আছড়ে পড়ছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
