টেকনাফ সংবাদদাতা ;

কক্সবাজারের হোয়াইক্যং উনচিপ্রাং বাজারের উত্তরে ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি টেকনাফগামী সিএনজি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় সিএনজির চালক ও যাত্রী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

রবিবার (২ জুন) রাত আনুমানিক ২টা ৫ মিনিটের দিকে হোয়াইক্যং পুলিশ সদস্যরা ব্রিজের উত্তর পাশে একটি সন্দেহভাজন সিএনজিকে থামানোর সিগন্যাল দিলে চালক গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে ছিল সাদা পলিথিনে মোড়ানো, হলুদ কসটেপে প্যাঁচানো মোট ৫টি কার্টন, প্রতিটিতে ৫টি রোল এবং প্রতিটি রোলে ১০টি করে বায়ুরোধী নীল পলি জিপার প্যাক। প্রতিটি প্যাকেটেই ছিল ২০০টি করে ইয়াবা ট্যাবলেট। সর্বমোট ইয়াবার পরিমাণ দাঁড়ায় ৫০,০০০ পিস, যার ওজন আনুমানিক ৪ কেজি ২৫০ গ্রাম।

এছাড়াও ঘটনাস্থল থেকে একটি সবুজ রঙের সিএনজি জব্দ করা হয়েছে যার রেজিস্ট্রেশন নম্বর: কক্সবাজার-থ-১১-৬৭৪৫, ইঞ্জিন নম্বর: AZZWH51592 এবং চেসিস নম্বর: MD2A45AZ6HWF37027।

এসআই (নিঃ) রুবেল হোসেন টর্চ লাইটের আলোতে জব্দ তালিকা প্রস্তুত করে এসব আলামত জব্দ করেন। এরপর সম্ভাব্য অন্যান্য স্থানে আরও অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।