এম. মনছুর আলম, চকরিয়া;
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে আহত হওয়া কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০ শিক্ষার্থীর মাঝে মোট ১০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১ জুন) দুপুরে চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ‘সি’ ক্যাটাগরির প্রতিজন আহত শিক্ষার্থীর হাতে এক লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. গোলাম মোস্তফা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, ছাত্র-জনতার আন্দোলনের প্রতিনিধি মোবারক হোসেন জিহানসহ বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
চেকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ বোরহান উদ্দিন রিমন, মুহাম্মদ হাবিব উল্লাহ মিজবাহ, মুহাম্মদ মোরশেদুল হক, মুহাম্মদ জুনায়েদ খান রাহাত, আবদুল্লাহ মাহমুদ, মুহাম্মদ সাকিবুল ইসলাম, মুহাম্মদ মঈনুল হাসান জিহাদ, মুহাম্মদ আব্দুল্লাহ এবং মুহাম্মদ হাসান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে আহত হওয়া ‘সি’ ক্যাটাগরির এই শিক্ষার্থীদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী এই অনুদান বিতরণ করা হয়। এটি রাষ্ট্রের পক্ষ থেকে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রতীক।”
