আজিজুর রহমান রাজু, ঈদগাঁও:

ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী গ্রামে নেমে এসেছে প্রকৃতির নির্মম থাবা। টানা ভারি বৃষ্টিপাতের কারণে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। কোমরসমান পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। প্রায় ৩০০ পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চরম দুর্ভোগে থাকা এই মানুষগুলো খাবার, সুপেয় পানি ও মৌলিক সহায়তা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। ক্ষুধা, আতঙ্ক ও অনিশ্চয়তায় কেটেছে তাদের দিনরাত।

এই কঠিন সময়েও যখন স্থানীয় সহায়তা প্রায় অনুপস্থিত, তখন সৌদি আরবপ্রবাসী, আরাবিয়ান স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের স্বত্বাধিকারী আলহাজ্ব শামশুল আলম দূর দেশ থেকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেন।

রবিবার (১ জুন) বিকেলে, নিজের উদ্যোগে গঠিত একটি স্বেচ্ছাসেবক দল পাঠিয়ে তিনি গোমাতলীর পানিবন্দি পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। সহায়তার মধ্যে ছিল খাদ্যদ্রব্য, শুকনো খাবার ও জরুরি মৌলিক সামগ্রী।

ত্রাণ পেয়ে অনেকেই আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বলেন, “আমরা কয়েকদিন ধরে পানির মধ্যে চরম কষ্টে আছি। খাবার ছিল না, কেউ খোঁজ নেয়নি। আজ এই সহায়তা পেয়ে মনে হলো, আমরা একা নই। শামশুল আলম সাহেবের মতো মানুষ আমাদের পাশে আছেন।”

আলহাজ্ব শামশুল আলম বলেন, “আমি প্রবাসে থাকলেও মন পড়ে থাকে গ্রামের মানুষের সঙ্গে। যারা কষ্টে আছে, তাদের দুঃখ আমি দূর থেকেও অনুভব করি। আমার সামান্য সহায়তায় যদি একজন মানুষও উপকৃত হয়, তাহলেই আমি নিজেকে ধন্য মনে করি।”

এই মানবিক উদ্যোগ যেমন গোমাতলীর দুর্গত মানুষদের সাময়িক স্বস্তি দিয়েছে, তেমনি উৎসাহ যুগিয়েছে অন্য প্রবাসী ও বিত্তবানদের, যারা হয়তো এখন এই দুর্যোগে সহায়তার জন্য এগিয়ে আসবেন।