লেখক: জি এম ইশরাফ উদ্দিন:
তোমার বাগানে গাঁদা–গোলাপ, নেই যে সুবাস ভোরে,
প্রজাপতি নেই, ভ্রমরও নেই, রঙিন সে নাচ ঘোরে।
তোমার বাগানে কাঠের–গোলাপ ফুটল না কোনোদিন,
তাই তো ক্যানভাস ফেলে নীরব, পাখির নেই সুর–বীন।
নয়নতারা ফুলের আলো ঝরে না পথের ধারে,
তাই তো চাঁদের স্নিগ্ধ রোদন পড়ে না তোমার দ্বারে।
খোপায় তোমার বেলিফুল রাখলে লাগে অপার,
কিন্তু সে গাছ জন্মায়নি তোমার বাগান–পার।
তাই তো আসে না মৌমাছি, প্রজাপতির হাসি,
শীতের রাতে মধুর গন্ধ ছড়ানো সে ফুল–ভাসি—
মানবমনে প্রেম জাগায় যে সুবাস ঢেউ তুলে,
সে ফুলটিও নেই তোমার বাগান–নিভৃত মূলেতে।
