সিবিএন ডেস্ক

আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার অ্যাপ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের অনশন ভাঙার পরামর্শ দেন ইসি সচিব। তিনি বলেন, ‘কিছু শর্তের আওতায় দলটির নিবন্ধন না–মঞ্জুর হয়েছে। প্রার্থী বা রাজনৈতিক দলের কেউ সংক্ষুব্ধ হলে যেকোনো সময় আইনগতভাবে আবেদন করতে পারেন।’

আখতার আহমেদ আরও জানান, আচরণবিধিমালার গেজেট প্রকাশ পেলেই সংলাপের সময় নির্ধারণ করবে কমিশন।

নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

ইসির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। সবশেষ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে এ কার্যক্রম শুরু হয়েছে।