সিবিএন ডেস্ক

নতুন পে-স্কেলের বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার—এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পে কমিশন গঠন বা নতুন বেতন কাঠামো নিয়ে এখনই কোনো ঘোষণা দিতে চাইছে না অর্থ মন্ত্রণালয়।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আইএমএফ যে বিষয়গুলোতে শর্ত দিয়েছে, সেগুলো রাজনৈতিক সরকার কীভাবে বাস্তবায়ন করবে তা পর্যালোচনা করেই ঋণ ছাড় করবে সংস্থাটি।’

সৈকতের বালুতটে স্মৃতির আঁচড়ে বন্ধুত্বের রঙিন দিন

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চালের দাম এখন তুলনামূলক সহনীয় এবং মুদ্রাস্ফীতিও কিছুটা কমেছে। তবে পরিবহণ ও বাড়ি ভাড়া বেড়েছে—এ বিষয়টি অস্বীকার করছেন না তিনি। সার্বিক খাদ্য পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলেও জানান অর্থ উপদেষ্টা।

একই ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, নভেম্বর থেকে ধান ও চাল কেনার নতুন মূল্য নির্ধারণ করেছে খাদ্য পরিকল্পনা কমিটি। ধান কেনা হবে ৩৪ টাকা দরে, সিদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকায়।

তিনি আরও জানান, এবার ৫০ হাজার টন আমন ধান, ৫০ হাজার টন আতপ চাল এবং ৬ লাখ টন চাল কেনার পরিকল্পনা রয়েছে সরকারের।