সরওয়ার কামাল, মহেশখালী;

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মহেশখালীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল ১১টায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্ল্যাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন— মহেশখালী থানার ওসি মো. কাইছার হামিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ ফাহিম শাহরিয়ার শাওন, ডাঃ সৈকত বড়ুয়া, স্যানিটারী ইন্সপেক্টর রুপম কান্তি পাল, ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার মীর কাসেম, পৌর নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন, ধলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল, হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সেলিম সিকদার এবং ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা ছৈয়দুল করিম। এছাড়াও এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণির পেশাজীবীরা সভায় অংশ নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক জানান, সারাদেশের মতো মহেশখালী উপজেলায়ও আগামী শনিবার নিকটস্থ কেন্দ্রগুলোতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৬৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।