সিবিএন ডেস্ক:
চট্টগ্রাম মহানগর পুলিশের চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের পেকুয়ার গ্রামের বাড়িতে দুর্ধর্ষ গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার (২ মার্চ) গভীর রাতে চোরেরা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে এবং খামারের দুটি গরু লুট করে নিয়ে যায়।
রাত আনুমানিক দুইটার দিকে পেকুয়া-বরইতলি সড়কের চড়াপাড়া এলাকায় মাস্টার আহমদ কবিরের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। গুলির শব্দে খামারের কর্মচারীরা জেগে উঠলেও চোররা দ্রুততার সঙ্গে দুটি গরু পিকআপে তুলে নিয়ে চকরিয়ার বরইতলি রাস্তার মাথার দিকে চলে যায়।
স্থানীয়দের ধারণা, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে সক্রিয় গরু চোর সিন্ডিকেটের প্রধান ও আলোচিত চোরাকারবারি চকরিয়ার সাহারবিলের ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে সম্প্রতি গ্রেপ্তার করেন ওসি জাহেদুল কবির। এতে ক্ষুব্ধ হয়ে নবী হোছাইনের অনুসারীরা প্রতিশোধ নিতে ওসির গ্রামের বাড়িতে পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পেকুয়া থানা পুলিশ। থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, চোরদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং তাদের ধরতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ওসি জাহেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বিস্তারিত জানতে সংশ্লিষ্ট পেকুয়া থানার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।
এ ঘটনা চোর সিন্ডিকেটের প্রতিশোধমূলক কর্মকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। তারা প্রশাসনের প্রতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
