আব্দুস সালাম, টেকনাফ;
টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৯ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন জেটি ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয় বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
ফেরত আনা জেলেদের মধ্যে ১৫ জন বাংলাদেশি ও ১৪ জন রোহিঙ্গা নাগরিক।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত এলাকায় অস্থিরতা বিরাজ করছে। মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া বেশিরভাগ এলাকাই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। ফলে বিদ্রোহী গোষ্ঠীটির তৎপরতার কারণে নাফ নদীতে মাছ ধরার সময় একাধিকবার বাংলাদেশি জেলেরা অপহৃত হয়েছেন। দীর্ঘদিন ধরে তাদের আটক রাখে আরাকান আর্মি।
তিনি আরও জানান, নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি ২৯ জেলেকে ফেরত আনতে সক্ষম হয়।
বিজিবির এই কর্মকর্তা জানান, ফেরত আনার পর জেলেদের থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে তাদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ স্বজনদের কাছে তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেবে।
এদিকে, মিয়ানমারে আটক থাকা জেলেদের ফেরত আনতে বৃহস্পতিবার বিকেলে বিজিবির একটি দল দুটি কাঠের ট্রলারসহ মংডুর উদ্দেশে রওনা দিয়েছিল বলে জানিয়েছেন লে. কর্নেল মো. আশিকুর রহমান।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি নাফ নদীর টেকনাফ জেটি ঘাটসহ বিভিন্ন পয়েন্ট থেকে চারটি ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে, ১০ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে দুটি ট্রলারসহ চার জেলে এবং গত বছরের ১৬ নভেম্বর উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে ছয় জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।
