সিবিএন ডেস্ক
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৩০টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এবং আহত হন ৮ জন, যাদের মধ্যে ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের নেতৃত্ব দেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস মাতুব্বর এবং বিএনপি ওয়ার্ড সভাপতি হাশেম খান। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বচসার জেরে এ উত্তেজনার সূত্রপাত ঘটে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হাশেম খানের সমর্থকরা আক্কাস মাতুব্বরের বাড়িসহ সমর্থকদের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও গরু-ছাগল লুটপাট করে। পাল্টা প্রতিশোধে আক্কাসের সমর্থকরা হাশেম খানের বাড়িতে হামলা চালায়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদ উজ্জামান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
