মোঃ কামাল উদ্দিন, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের দিগরপানখালী এলাকার হিন্দুপাড়া, সেমিশ্যাপাড়া ও ব্রজেন্দ্র মহাজনের ঘাটা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল (১০ জানুয়ারি) শুক্রবার বিকাল ২টা থেকে কেন্দ্রীয় ক্ষেত্রপাল মন্দিরের মাঠে এ কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক বাবু বাপন ধর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহামুদুল করিম। বিশেষ অতিথি ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমীর আলী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি নুরুল আমিন
যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ
অর্থ সম্পাদক জহির আলম
পৌরসভা মহিলা দলের সহ-সভাপতি আনোয়ারা বেগম
যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বাবু বাপন ধর বলেন, “জীবে প্রেম করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর। ঈশ্বরকে পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে। তারই ধারাবাহিকতায় প্রিয়নেতা সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে আমার নিজস্ব অর্থায়নে ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।”
তিনি ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য সবার দোয়া কামনা করেন।
মাহামুদুল করিম বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের মামলা-হামলার কারণে আমরা মানুষের পাশে যথাযথভাবে দাঁড়াতে পারিনি। তবে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। ভবিষ্যতে বিএনপি পরিবার আপনাদের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “আমাদের প্রিয়নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। তাদের অংশগ্রহণেই দেশকে এগিয়ে নেওয়া হবে।”
বক্তারা শীতার্ত মানুষের প্রতি সহমর্মিতার মনোভাব দেখিয়ে এই উদ্যোগকে সাধুবাদ জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।