আব্দুস সালাম, টেকনাফ ;
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানে কক্সবাজারের টেকনাফে শুরু হলো তারুণ্যের উৎসব-২০২৫। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে টেকনাফের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্তরের ছাত্রছাত্রী, বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি, এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা।
উপজেলা প্রশাসনের আয়োজনে ৫১ দিনব্যাপী এই তারুণ্যের উৎসবটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে উদযাপন করা হচ্ছে। আয়োজনের অংশ হিসেবে থাকবে: ক্রীড়া প্রতিযোগিতা, যুব সমাবেশ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, কর্মশালা।
এ কার্যক্রম বাস্তবায়নে লিড মিনিস্ট্রি হিসেবে দায়িত্ব পালন করবে।
আয়োজকরা জানান, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে এই উৎসবের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে যুব সমাজকে আরও উদ্দীপ্ত করা এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকা জোরদার করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।