সিবিএন ডেস্ক ;
হিমেল হাওয়া ও কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। মহেশখালীর দুর্গম অঞ্চলে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন শীতের প্রকোপে দারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহেশখালীর বিভিন্ন স্থানে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বড় মহেশখালী ইউনিয়নের মধুয়ার ডেইল ও বানিয়ার দোকান বাজার এবং ছোট মহেশখালী ইউনিয়নের ছিপাহিরপাড়া বাজারে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়াও হযরত ওমর ফারুক (রাঃ) ইসলামীয়া সুন্নিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যেও শীতবস্ত্র প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ শীতবস্ত্র বিতরণের সময় বলেন, “আপনাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি। কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এটি মানবিক সহায়তার একটি অংশ। শীতার্তদের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।
শীতবস্ত্র পেয়ে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষজন উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিতরণ কার্যক্রমে প্রায় ৩০টিরও বেশি শীতবস্ত্র প্রদান করা হয়।
