বলরাম দাশ অনুপম:

শুভ বড়দিন উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময়ে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বড়দিনের সময়কালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা এবং পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

সভা শেষে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের বড়দিনের শুভেচ্ছা জানান এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।