বিশেষ প্রতিবেদক :
ঈদগাঁও উপজেলার পোকখালীতে ইউপি মেম্বারের জমি দখলে নিতে মাটি ভরাট করার চেষ্টা করছে আওয়ামী লীগ নেতার নেতৃত্বাধীন ভূমিদস্যু সিন্ডিকেট। পোকখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্যম পোকখালীতে সংঘঠিত এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷
জমির মালিক ও পার্শ্ববর্তী জালালাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার আবু ছালেহ নূর এ ঘটনায় ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
মধ্যম পোকখালীর নূরুল হাকিমের ছেলে আবদুর রহমান ও মোহাম্মদ নূর এবং আবুল হোছনের ছেলে এরশাদসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে এতে অভিযুক্ত করা হয়েছে।
এ ছাড়াও একই এলাকার আব্দুল কাদেরের ছেলে মোস্তাক, মোজাম্মেলের ছেলে কামাল ও আলী আহমদের ছেলে কাসেম এই সিন্ডিকেটে জড়িত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ফসলী জমি থেকে টপ সয়েল কেটে মধ্যম পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বের উক্ত ৪১ শতক জমি ভরাট করার চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তিরা। পরে জমি মালিকের বাঁধার মুখে পিছু হটলেও দফায় দফায় আবার জমি দখলের চেষ্টা করে।
জমির মালিক আবু ছালেহ নূর বলেন, পোকখালী মৌজার আওতাভূক্ত ও ক্রয়কৃত উক্ত জমি তার নামে খতিয়ান সৃজন করা আছে, যার নানজারী খতিয়ান নং ২৭৩৪।
অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জমিটি দখলে নেয়ার অপচেষ্টা করলে তিনি বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা হামলা করতে এলে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়।

স্থানীয়রা বলেন, পলাতক আওয়ামী লীগ নেতা আবু তালেব ও সাবেক এমপি কমলের অনুসারী হিসাবে অভিযুক্তরা এলাকায় পরিচিত। গত ১০/১৫ বছর ধরে এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসলেও জুলাই বিপ্লবের পর গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে তারা আত্নগোপনে চলে যায়। এখন ফিরে এসে আবার এসব অপরাধে জড়িত হয়েছে ।
সম্প্রতি উক্ত সিন্ডিকেট ফসলী জমি থেকে টপ সয়েল কাটার সময় ঈদগাঁও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয় ইউপি মেম্বার সালাহ উদ্দীন জমিটি নিয়ে বিরোধ আছে বলে জানিয়েছেন।