মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন শনিবার (২১ ডিসেম্বর) এক দিনের সংক্ষিপ্ত সফরে কক্সবাজার আসছেন।
উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১ টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। একইদিন রাত ৮ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামিক রিসার্চ সেন্টার আয়োজিত ২১তম আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।
একইদিন রাত ৯ টা ৩৫ মিনিটে উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন কক্সবাজারে সংক্ষিপ্ত সফর শেষে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ছাদেক আহমদ প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।
