রিয়াজ উদ্দিন, পেকুয়া:
পেকুয়ায় ডাম্পার-সিএনজি (অটোরিক্সা) মুখোমুখি সংঘর্ষে ৫ জন ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের এবিসি সড়কে হাজী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য মতে লাশগুলো প্রশাসনের পক্ষ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই সময়ে মালবাহী ড্রাম ট্রাক ও চট্রগামী যাত্রীবাহী একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হাটহাজারী থানার মধ্যম মাদার্শা গ্রামের মুন্সি মিয়ার পুত্র মো: ফিরোজ (৪৪), স্ত্রী শাহীন আক্তার (২৯), শিশু পুত্র জাহেদুল ইসলাম (৬ মাস), সিএনজি ড্রাইভার টইটংয়ের ধনিয়াকাটার মৃত ছৈয়দুল আলমের পুত্র মনিরুল মান্নান (২২), উজানটিয়া সোনালী বাজারের মাওলানা বজল আহমদের পুত্র মাওলানা আবদু রহমান (৩৫) নিহত হয়েছে। আহত হয়েছেন নারায়ণগঞ্জ সোনারঘাট থানার নুরুল ইসলামের পুত্র আল আমিন (৩৭) ও আহত ২ জনের নাম পাওয়া যায়নি।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা সকালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় গাড়ী দুটি জব্দ করা হয়েছে।
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো: সালাহ উদ্দিন। তিনি হাসপাতালে নিহতদের ও তাদের স্বজনদের দেখতে যান। তাদের সাথে কথা বলেন। তাৎক্ষণিক নিহত স্বজনদের আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিসার জন্য সহায়তার আশ^াস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হোসেন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মুজিবুর রহমান প্রমুখ।
