সিবিএন ডেস্ক ;
আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি। টানা ১৫ দিনব্যাপী এ শুমারির তথ্য সংগ্রহ চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অর্থনৈতিক শুমারি প্রকল্পের ডেপুটি প্রকল্প পরিচালক মিজানুর রহমান শুমারির বিস্তারিত তুলে ধরেন।
শুমারিতে ৭০টি প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে। প্রথমবারের মতো ট্যাবলেট ও ক্যাপি পদ্ধতিতে (কম্পিউটার অ্যাসিস্টেড পারসোনাল ইন্টারভিউ) তথ্য সংগ্রহ করা হবে। ইতোমধ্যে ১ কোটি ২২ লাখ ইউনিট লিস্টিংয়ের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। এসব ইউনিট ও এর বাইরের অন্যান্য ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করা হবে।
এবার শুমারিতে দেশে কর্মরত বিদেশি কর্মীদের সংখ্যা, কর্মস্থলের ধরন, পদ এবং নারী-পুরুষের অনুপাতসহ বিস্তারিত তথ্যও সংগ্রহ করা হবে।
সারা দেশে প্রায় ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী শুমারির কাজ পরিচালনা করবেন। বিবিএস জানায়, দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণা পেতে প্রতি ১০ বছর পর এই শুমারি পরিচালিত হয়।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এবং জিও কোড ব্যবহার করে ডিজিটাল ম্যাপ তৈরি করা হয়েছে। মাঠ পর্যায়ে ব্যবহৃত ট্যাবলেটগুলো এমডিএম সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রিত হবে। সংগৃহীত তথ্য বিডিসিসিএল ডেটা সেন্টার হয়ে বিবিএস সার্ভারে আসার আগ পর্যন্ত নিরাপদ থাকবে।
শুমারির গুণগত মান নিশ্চিত করতে তিন ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাস্টার ট্রেইনার, উপজেলা সমন্বয়কারী, জোনাল অফিসার, আইটি সুপারভাইজার এবং গণনাকারীদের জন্য পৃথকভাবে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
বিবিএস মহাপরিচালক মো. মিজানুর রহমান বলেন, অর্থনৈতিক শুমারি ২০২৪ দেশের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা সম্পর্কে সঠিক তথ্য দেবে। এটি দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় সহায়ক হবে।
তিনি আরও জানান, শুমারির সফলতার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তথ্য সংগ্রহ প্রক্রিয়াকে আরও উন্নত করতে প্রশিক্ষণ ও প্রচারণা চালানো হয়েছে।
