নুরুল করিম, মহেশখালী:
ছোট মহেশখালী লম্বাঘোনায় বাড়ি, মার্কেট ও টমটম গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকার অভিযোগে মালিক’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৯ শে অক্টোবর (মঙ্গলবার) রাতে সাড়ে ৮টায় মহেশখালী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা’র নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এতে একটি মার্কেট, টমটম গ্যারেজ ও বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার হাতে নাতে ধরার দায়ে বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩৯ (২) ধারায় অভিযুক্ত গ্যারেজ মালিক আরিফুর ইসলাম’কে ৫০ হাজার টাকার জরিমানা করা হয় এবং লাইন বিচ্ছিন্ন করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন মহেশখালী বিদ্যুৎ অফিসের ডিজিএম নাজমুল হাসান, মহেশখালী থানার এসআই মহসিনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা।
