নুরুল করিম, মহেশখালী;
মহেশখালী পৌরসভার চরপাড়া এলাকার মোবারক নামে এক মাদকসেবী স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন স্ত্রী শারমিন আক্তার। মহেশখালী থানায় এ অভিযোগ দায়ের করা হয়।
সোমবার (২৮ শে অক্টোবর) দুপুরে সরজমিন বসত ঘরে গিয়ে দেখা যায়, স্বামী নেশার টাকার জন্য স্ত্রী-সন্তানের ওপর হামলা ও বাড়ি-ঘর ভাঙচুর করেন রান্নাঘরে গ্যাস সিলিন্ডার, চুলাসহ মূল্যবান মালামাল নিয়ে যায় বলে স্ত্রী শারমিন আক্তার জানান বাইরের লোকজন এনে বাসায় মাদক সেবনের আড্ডা বসায়। দুই ছেলে ও মেয়ে সন্তানের জননী শারমিন এর ছেলে প্রতিবাদ করলেই তার ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। গত পরশুও মাদক সেবনের টাকা দাবি করে। স্ত্রী মাদক সেবনের টাকা দিতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে তার মা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা দেয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মহেশখালী পৌরসভার চরপাড়া গ্রামে আহমদের ছেলে কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। বছরখানেক ধরে তিনি উচ্ছৃঙ্খল জীবনযাপন করে আসছেন। নেশার টাকার জন্য মোবারক নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সম্প্রতি নেশার টাকার জন্য মোবারক আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন। তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মোবারক’কের স্ত্রী-সন্তান সব চেষ্টাই করেছেন। কয়েকমাস ধরে মোবারক’কের অত্যাচারে স্ত্রী-সন্তান অতিষ্ঠ হয়ে ওঠেন। দুই/তিন মাস আগে স্ত্রী ও মোবারক’কে ফেলে চলে যান বাপের বাড়ি গিয়ে ছিল।
