সিবিএন:

বিসিএস প্রশাসন ক্যাডারে (৪৩ তম) সুপারিশপ্রাপ্ত হলেন তায়েফ উল্লাহ হুজাইফ। তিনি লেদার ইঞ্জিনিয়ারিং এ কুয়েট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তার বাড়ি চকরিয়া উপজেলার বরইতলিতে। পিতা আবদুল ওদুদ জেলা শিক্ষা অফিসে একাউন্ট সেকশনে কর্মরত। মাতা- জান্নাতুল মাওয়া পারুল কক্সবাজারের পথিকৃৎ সাংবাদিক সাহিত্যিক আবদুর রশিদ সিদ্দিকীর পৌত্রী। তার বড়ভাই নাজমুস সাকিব মার্চেন্ট মেরিন অফিসার।

তার বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্তিতে মহান আল্লাহর কছে শোকরিয়া জ্ঞাপন করেছেন তার পরিবার। এবং তিনি সকলের দোয়া কামনা করেছেন।