সংবাদ বিজ্ঞপ্তি:
বিএনপির দেশবিরোধী চক্রান্ত ও নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারে মাঠে নেমেছে জেলা আওয়ামী লীগ। সোমবার (১৬ জানুয়ারী) বিকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অবস্থান কর্মসূচী পালন করে জেলা, পৌর ও সদর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, রেজাউল করিম, রাজা শাহ আলম, মাহবুবুল আলম মুকুল, নুরুল আজিম কনক, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদুল করিম মাদু, খুরুশকুলের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, চকরিয়া সাহারবিলের সাবেক চেয়ারম্যান মহসিন বাবুল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ফরহাদ ইকবাল, সাবেক ছাত্রনেতা মহিবুল আলম মদু, পৌর আওয়ামী লীগ নেতা ডাঃ পরিমল কান্তি দাশ, সালাউদ্দিন সেতু, এডঃ রিদুয়ান আলী, শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক ও সাধারণ সম্পাদক মোঃ মনির।

পরে সেখান থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ স্মরণী মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিএনপি হচ্ছে সাপের মতো। যখনই সুযোগ পাবে তখনই ছোবল মারবে। তাই সবসময় সতর্ক থাকতে হবে। নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকবো, সতর্ক থাকবো, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করবো জনগণকে সঙ্গে নিয়ে ও নির্বাচনে বিজয় ছিনিয়ে এনে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে ঘরে ফিরে যাবো। তার আগে যাবো না।’

সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ এই দেশের মানুষের জন্য কাজ করে। কিন্তু বিএনপি রাজাকার—আল বদরদের পুনর্বাসন করেছে। তাঁদের গাড়িতে তুলে দিয়েছিল লাল—সবুজের পতাকা। তাই বিএনপিকে আর এই দেশে প্রতিহিংসার রাজনীতি করতে দেওয়া হবে না।’

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা এনামুল হক, সাইফুল ইসলাম চৌধুরী, নাজমুল হোসাইন নাজিম, সেলিম উল্লাহ কোম্পানি, সেলিম নেওয়াজ, আতিক উল্লাহ কোম্পানি, মিজানুর রহমান, শাহনেওয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দীপক দাশ, নাছির উদ্দীন, বাবু শুভ দত্ত বড়ুয়া, নুরুল আলম পেঠান, জিয়া উল্লাহ চৌধুরী, গিয়াস উদ্দিন, মাহবুব কামাল হিমেল, কাশেম, ফরহাদ রেজা কন্টাক্টার, সোহেল রানা, ফয়সাল হুদা, সাগর পাল, ইয়াহিয়া খান, আবদুল্লাহ আল মাসুদ আজাদ, ওসমান গনি টুলু, ওয়াহিদ মুরাদ সুমন, আরমানুল আজিম, আবু আহমদ, তাজ উদ্দিন, হাবিব উল্লাহ, জাফর আলম, সেলিম ওয়াজেদ, আমির উদ্দিন, জহিরুল কাদের ভুট্টো, আবদুল মজিদ সুমন, সাহেদ আলী মোরশেদুল হক চৌধুরী, মোঃ ইলিয়াস, নুরুল ইসলাম বাদশা, এডঃ জহির, সামশুল ইসলাম ইয়াসীর, আবদুস সাত্তার, সৈয়দ নুর, আনোয়ার হোসাইন, মো জামাল, মীর কাশেম, জকরিয়া খন্দকার, মোঃ আক্তার, জাবেদ জাফরী, হেলাল উদ্দিন, মোঃ কালাম, আজিজ উদ্দিন, কাশেম আবেদিন, মোঃ কাশেম, নাজমুল হোসাইন নেজাম, মোঃ মনছুর, জহির উদ্দিন, রাকিব, ইয়াছিন আরাফাত প্রমূখ।