নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একনিষ্ট কর্মী ও নেতা এবং ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়ার বাসিন্দা মাওলানা আতাউল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। মরহুম আতাউল হক ছিলেন বিএনপির রাজনীতিতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের একজন বিশ^স্থ সহচর।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এক শোকবার্তায় মরহুম মাওলানা আতাউল হকের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, মাওলানা আতাউল হকের মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো। তিনি আমৃত্যু বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে ছিলেন। তার এই শূণ্যতা পূরণ হবার নয়।

প্রসঙ্গত, ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা ফজলুল হকের বড় ছেলে মাওলানা আতাউল হক সোমবার (০৩ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।