টেকনাফ প্রতিনিধি;
প্রায় দুই মাস পর টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের সাবরাং সীমান্তসহ পৌরসভার বিভিন্ন এলাকায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
সীমান্ত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর (জান্তা সরকার) মধ্যে আবারও তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। এর আগে ১১ মাসের যুদ্ধের পর ২০২৪ সালের ৭ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের ২৭০ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। সংঘাত বন্ধ থাকলেও শেষ পর্যন্ত নতুন করে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “সীমান্তে আমাদের দায়িত্বরত বাহিনীর মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”
তবে এ বিষয়ে সীমান্তে দায়িত্বে থাকা টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ কোস্টগার্ডের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
