সংবাদ বিজ্ঞপ্তি:
ব্যবসায়ী ও দোকান মালিকদের স্বার্থ রক্ষা এবং সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে ‘সোনারপাড়া বাজার ব্যবসা প্রতিষ্ঠান মালিক সমবায় সমিতি’ নামে ৭৫ জন সদস্য নিয়ে নিয়ে নতুন একটি সমিতির আত্মপ্রকাশ করেছে।
এতে সর্বসম্মতিক্রমে ১ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সভাপতি- ডাঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক- মাস্টার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক- দিদার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক- কামাল উদ্দিন, অর্থ সম্পাদক- ডাঃ আবদুল হামিদ, প্রচার সম্পাদক- মাওলানা মুহাম্মদ আলম।
এ উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সমিতির লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যবিবরণী নিয়ে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন বলেন, ‘বাংলাদেশে ব্যবসায়ী কেন্দ্রিক বহু সমিতি রয়েছে। অধিকাংশ ব্যবসায়ী সমিতিই নির্দিষ্ট ব্যবসায়ী শ্রেণি ভিত্তিক, যা শুধু নিজ নিজ স্বার্থ সংরক্ষণে কাজ করে আসছে। এতে দেশের সব অঞ্চলের ব্যবসায়ীদের স্বার্থ সমানভাবে রক্ষিত হয় না। আমি মনে করি, সোনারপাড়া বাজার ব্যবসা প্রতিষ্ঠান মালিক সমবায় সমিতি এই ঘাটতি পূরণ করবে।’
তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী এবং সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে ব্যবসায়িক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে সোনারপাড়া বাজার ব্যবসা প্রতিষ্ঠান মালিক সমবায় সমিতির যাত্রা করছে। এ সমিতি সোনারপাড়া বাজারের সর্বস্তরের ও সর্বস্থানের ব্যবসায়ীদের দাবির কথা বলবে, প্রয়োজনের কথা বলবে। দেশের অন্য সব ব্যবসায়ী সমিতির উদ্দেশ্য ও স্বার্থ বজায় রেখে ব্যবসায়ীদের স্বার্থে কৌশলগত পরিকল্পনা প্রনয়ণ করবে।’
