নিজস্ব প্রতিবেদক:
গলায় কার্ড ঝুলিয়ে নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত সংবাদের পেছনের সত্য উদঘাটন করা—এমন মত প্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিকরা। জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির আয়োজনে বাৎসরিক পিকনিক ও কর্মশালায় যুগান্তরের প্রতিবেদক মোঃ জসিম উদ্দিন বলেন, “সাংবাদিকতা শুধুমাত্র পরিচয়পত্র বহন করা নয়, বরং গভীর থেকে সঠিক তথ্য সংগ্রহ করে জনগণের সামনে তুলে ধরাই প্রকৃত সাংবাদিকতার লক্ষ্য।”

শনিবার (২২ ফেব্রুয়ারি) দরিয়া নগর উন্নয়ন কর্তৃপক্ষের পার্কে অনুষ্ঠিত এই মিলনমেলায় কক্সবাজার জেলার প্রায় ৭০ জন পেশাদার সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি)।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো: জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ হিসেবে কাজ করেন। তথ্যের নির্ভুলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই সাংবাদিকদের মূল দায়িত্ব হওয়া উচিত।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগান্তরের প্রতিবেদক মোঃ জসিম উদ্দিন, দেশ টিভির জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আবুল কালাম, সিভি টুয়েন্টি ফোর-এর প্রধান সম্পাদক মহিউদ্দিন মাহি।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশ, অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক হোসাইন সুমন, দপ্তর সম্পাদক শওকত আলমসহ বিভিন্ন উপজেলার কমিটির নেতৃবৃন্দ।

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির পক্ষ থেকে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য মোঃ জসিম উদ্দিনকে সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়। সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি বলেন, “সাংবাদিক জসিম উদ্দিন তার দায়িত্বশীলতার মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তার সফলতা কামনা করি।”

সাংবাদিকদের এই মিলনমেলা আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, যেখানে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।