চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় ঢেউটিন বহনকারী যানসহ তিনটি গাড়ির ত্রিমুখী সংঘর্ষে মোহাম্মদ ফারুক (৪০) নামে এক ডাম্পার ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার রাত ৯টার দিকে চকরিয়া-পেকুয়া-মগনামা সড়কের বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় জনৈক হামিদ মেম্বারের বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ ফারুক বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডান্ডি বাজার (কুতুব বাজার) এলাকার লোকমান হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় চকরিয়া-পেকুয়া-মগনামা সড়কে ডাম্পার ট্রাক, চাঁদের গাড়ি (জিপ) ও একটি যাত্রীবাহী নসিমনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ডাম্পার ট্রাকের চালক মোহাম্মদ ফারুক ঘটনাস্থলেই প্রাণ হারান।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
