চট্টগ্রাম-কক্সবাজার (আরকান) মহাসড়ক চার লেন অথবা বাইপাস নির্মাণের দাবিতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও জাতীয় নাগরিক কমিটি নেতৃবৃন্দ।

রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইনামুল হাছানের হাতে লিখিত আবেদনপত্র তুলে দেওয়া হয়। এসময় লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহ্বায়ক ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আলম, সদস্য সচিব সরওয়ার আকতারসহ ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইনামুল হাছান জানান, ইতোমধ্যে মহাসড়কের পদুয়া ও বটতলী মোটর স্টেশন অংশ চার লেন করার প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কয়েক দিনের মধ্যেই এ প্রকল্পের টেন্ডার আহ্বান করা হবে।