সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের রামু উপজেলার ফতেহখারকুল ইউনিয়নের মেরংলোয়া এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না পাওয়ায় সংখ্যালঘু পরিবারের বসতবাড়িতে একাধিকবার হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রনি দেওয়ানজী অভিযোগ করেন, মনির আহমদ সিকদার ওরফে সাদ্দাম হোসেন প্রকাশ মুনিয়া তার সহযোগীদের নিয়ে এক বছর আগে তার জমি ক্রয়ের পর নির্মাণকাজে বাধা দেন। এরপর শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেন।
ঘটনার পর ৯৯৯-এ কল দিলে রামু থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরে মনির আহমদ সিকদার ও তার সহযোগীরা ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদার টাকা না দেওয়ায় ২৬ জানুয়ারি দ্বিতীয় দফায় হামলা চালিয়ে সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন এবং থানায় অভিযোগ দায়ের করা হয়।
১৫ ফেব্রুয়ারি সকাল ৯:৪৫ মিনিটে আবারও হামলা চালিয়ে বসতবাড়িতে ভাঙচুর, মারধর ও পরিবারের নারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
হামলার পর মনির আহমদ সিকদার ও তার সহযোগীরা হুমকি দিয়ে বলেন, দ্রুত ২ লক্ষ টাকা চাঁদা না দিলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে এবং জমি-বাড়ি দখল নেওয়া হবে।
ভুক্তভোগী রনি দেওয়ানজী জেলা পুলিশ সুপার, রামু থানার ওসি ও জেলা প্রশাসনের কাছে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
