নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান আগামীকালের (১৭ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সমাবেশে দলে দলে যোগদান কৰার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, দেশের অস্থির সময় থেকে জাতিকে উদ্ধারের জন্য এই মুহূর্তে প্রয়োজন জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারকে জাতির এই দাবি জানাতে বিএনপি আগামীকালের সমাবেশ আয়োজন করেছে। কক্সবাজারের প্রাণপুরুষ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই সমাবেশে জাতিকে সংকট উত্তরণের নির্দেশনা দেবেন। তাই এই গণসমাবেশে কক্সবাজারবাসীকে যোগ দিয়ে সফল করতে হবে।
তিনি বলেন, জাতীয় রাজনীতির মাঠে সালাহউদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি কক্সবাজারবাসীকে সালাহউদ্দিন আহমদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান রিদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন। তিনি জেলা বিএনপির এই সমাবেশে নিজে থাকতে না পারায় সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
