আব্দুস সালাম, টেকনাফ ;
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে নৌকা তল্লাশি চালিয়ে কারেন্ট জালের ভেতরে লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবাসহ মো. নুর মোস্তফা (২০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক নুর মোস্তফা টেকনাফ উপজেলার নাছরপাড়ার বাসিন্দা মো. নুর কবিরের ছেলে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ ২ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে খারাংখালী মোস্তাকের ঘের এলাকায় মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান বাংলাদেশে আসতে পারে—এমন তথ্যের ভিত্তিতে খারাংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে মিয়ানমার অংশ থেকে একটি নৌকা বাংলাদেশ সীমানায় প্রবেশ করে এবং জেলের ছদ্মবেশে অপেক্ষারত এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ শেষে দ্রুত মিয়ানমারে ফিরে যায়।
এ সময় বিজিবি নৌ টহলদল সন্দেহজনক ওই ব্যক্তিকে ধাওয়া করলে তিনি নৌকা নিয়ে নাফ নদীর তীরে কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি তাকে কারেন্ট জালসহ আটক করে।
পরবর্তীতে নৌকা তল্লাশি চালিয়ে কারেন্ট জালের ভেতরে বিশেষভাবে লুকানো ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
