আব্দুস সালাম, টেকনাফ ;
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী ও র্যাব-১৫ সিপিসি যৌথভাবে শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেন।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা নৌকাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে ধাওয়া করলে সেটি সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায়। এরপর নৌকায় থাকা মাদক কারবারিরা সাঁতার কেটে তীরে পালিয়ে যায়।
পরে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ ও বস্তার ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ও ফেনসিডিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
